বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রামোস-আলকান্তারাকে রেখেই কাতার যাচ্ছে স্পেন

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ২১:১৫

দলে জায়গা হয়নি কিংবদন্তি ডিফেন্ডার সার্হিও রামোসের। সাম্প্রতিক পারফরম্যান্স ও ইনজুরির কথা বিবেচনা করে তাকে দলে রাখেননি কোচ এনরিকে। পাশাপাশি বিশ্বকাপের দলে জায়গা হয়নি লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারারও।

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্পেন ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে এবারে দল সাজিয়েছেন লুইস এনরিকে।

২০১০ সালে একঝাক তরুণ নিয়ে বিশ্বকাপে বাজিমাত করেছিল স্পেন। পরের দুই আসরে হতাশা ছাড়া আর কিছুই আনতে পারেনি স্প্যানিশরা। তাই এবারে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে পূর্ণশক্তি নিয়ে কাতারে যাচ্ছে স্পেন।

২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি কিংবদন্তি ডিফেন্ডার সার্হিও রামোসের। সাম্প্রতিক পারফরম্যান্স ও ইনজুরির কথা বিবেচনা করে তাকে দলে রাখেননি কোচ এনরিকে। পাশাপাশি বিশ্বকাপের দলে জায়গা হয়নি লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারারও।

প্রথমবারের মতো স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন আনসু ফাতি। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন আথলেতিক বিলবাওয়ে খেলা নিকো উইলিয়ামস ও ভালেন্সিয়ার ডিফেন্ডার উগো গিয়ামন।

২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিয়ার্ডদের বিশ্বকাপ মিশন। ২৭ নভেম্বর জার্মানি ও ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে নামবে এনরিকের শিষ্যরা।

স্পেনের বিশ্বকাপ দল

গোলকিপার: উনাই সিমন, রবার্তো সানচেস, দাভিদ রায়া।

ডিফেন্ডার: দানি কারভাহাল, সেসার আসপিলিকুয়েতা, এরিক গার্সিয়া, জোর্দি আলবা, পাউ তরেস, আয়মেরিক লাপোর্তে, উগো গিয়ামন, হোসে গায়া।

মিডফিল্ডার: সার্হিও বুসকেতস, পেদ্রি, গাভি, রদ্রি, কোকে, মার্কোস ইয়োরেন্তে, কার্লোস সোলের।

ফরোয়ার্ড: ফেরান তরেস, আলভারো মোরাতা, পাবলো সারাবিয়া, ইয়েরেমি পিনো, নিকো উইলিয়ামস, দানি ওলমো ও মার্কো আসেনসিও।

এ বিভাগের আরো খবর