কাতার বিশ্বকাপের বাকি আর ৯ দিন। ইতোমধ্যেই বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো সাজিয়ে ফেলেছে তাদের চূড়ান্ত স্কোয়াড। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে উরুগুয়ে।
চোটের কারণে বিশ্বকাপ অনেকটাই অনিশ্চিত ছিল এডিনসন কাভানির। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে কোচ ডিয়েগো আলোনসোর ২৬ সদস্যের সেই দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড।
একইসঙ্গে বিশ্বকাপের দলে ডাক পড়েছে আরেক ‘বুড়ো’ লুইস সুয়ারেজের। এই দুজনেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতার যাবেন।
উরুগুয়ের বিশ্বকাপ দল
গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেট ও সেবাস্তিয়ান রোসা।
ডিফেন্ডার: ডিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমিনেজ, সেবাস্তিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরেস, রোনালদ আরাউহো, ম্যাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, গুইলার্মো ভ্যারেলা ও হোসে রদ্রিগেজ।
মিডফিল্ডার: ম্যাথিয়াস ভেচিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদে ভালভার্দে, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তো, ফাকুন্দো পেলেস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান আরাসাকেতা, অগাস্তিন ক্যানোবিও ও ফাকুন্দো তোরেস।
ফরোয়ার্ড: ডারউইন নুনিয়েজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।