বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাদিসের বিপক্ষে জয় পেয়েও দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ১৩:৩৯

শেষ দুই ম্যাচে পয়েট হারিয়ে এবার কাদিসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফিরে গোলের দেখা পেয়েছেন জার্মান তারকা টনি ক্রুস।

লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শেষ দুই ম্যাচে পয়েট হারিয়ে এবার কাদিসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফিরে গোলের দেখা পেয়েছেন জার্মান তারকা টনি ক্রুস।

সান্তিয়াগো বার্নব্যুতে বৃহস্পতিবার ম্যাচের শুরুটা খুব বেশি ভালো হয়নি রিয়ালের। রিয়ালের ১৮টি শটের মধ্যে টার্গেটে ছিল ৫টি, অন্যদিকে কাদিস কম শট নিয়েও গোলের জন্য টার্গেট রাখতে পেরেছে ৫টি।

বিরতির আগে ৫ মিনিট আগে লিড নেয় রিয়াল। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করেন এদার মিলিতাও। ভিএআরে অফসাইড চেক করে স্কোরলাইনে পরিবর্তন আনেন রেফারি।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলে ৭০তম মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ভিনিসিয়াস জুনিয়রের শটে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বলে আসে বক্সের বাইরে, আর বুলেট গতির শটে জাল খুঁজে নেন ৩২ বছর বয়সী এ ফুটবলার।

ম্যাচের শেষদিকে এসে ব্যবধান কমায় কাদিস। ৮১ তম মিনিটে লুকাস পেরেসের দারুণ গোলে ভর করে ম্যাচে ফিরতে চেষ্টা করে দলটি, তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পেলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকলেও কাদিসের বিপক্ষে ম্যাচের আগে এক ড্র ও এক হারে পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেছে রিয়াল। জিরোনার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রায়ো ভায়েকানোর মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।

১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা আর ৩৫ নিয়ে দ্বিতীয় অবস্তানে আছে রিয়াল মাদ্রিদ।

এ বিভাগের আরো খবর