ভারতের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। ইংলিশ দুই ওপেনার অ্যালেক্স হেলসের ও জস বাটলারের মারকুটে ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় শত রান পার করেছে ইংল্যান্ড।
অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার ইংলিশ অধিনায়ক জস বাটলারের কাছে টস হেরে ব্যাট করতে নামে রোহিত-রাহুলরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে তারা।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ ভাবে নিজেদের পাওয়ার প্লেটি কাজে লাগান ইংলিশ দুই ওপেনার। পাওয়ার প্লের নির্ধারিত ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১০.১ ওভারেই দলীয় সংগ্রহ শত রানের কোটা পার করে ইংল্যান্ড।
২৯ বলে দলীয় প্রথম ৫০ রান তুলে নেয় দলটি। রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে বিনা উইকেটে ১০৮ রান তুলেছে জস বাটলারের দল।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে ৫ রানে আউট করে সাজঘরে ফেরান ক্রিস ওকস। দলীয় ৯ রানে ওপেনার রাহুল আউট হলে কিছুটা চাপে পড়ে ভারত।
এর পর চাপ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক রোহিত। ধীরগতির ব্যাটিংয়ে তিনিও খুব বেশি রান তুলতে পারেননি। সেমিফাইনালের ম্যাচে ৯৬.৪২ স্ট্রাইক রেটে ২৮ বলে ২৭ রান করেন তিনি। ৪টি চার হাঁকালেও মারতে পারেননি কোনো ছক্কা। ক্রিস জর্ডানের বলে আউট হন রোহিত।
এক প্রান্ত থেকে কোহলি ধরে খেলার চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি টপ অর্ডারের আরেক ব্যাটার সুরিয়া কুমার ইয়াদভ। ইংলিশ স্পিনার আদিল রশিদের বলে আউট হন তিনি। ১ চার ও ১ ছয়ে ১০ বলে ১৪ রান করে ফিরেন সুরিয়া কুমার।
নিজের হাফ সেঞ্চুরির পর দলীয় রান বাড়াতে বড় শট খেলতে গিয়ে স্যাম কারেনের হাতে ক্যাচ দেন কোহলি। ৪টি চার ও এক ছয়ে ৪০ বলে ৫০ রান করে ক্রিস জর্ডানের বলে ফেরেন তিনি।
কোহলি আউট হলেও মারকুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন হার্দিক পান্ডিয়া। অপরাজিত থেকে ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন তিনি। পান্ডিয়ার সঙ্গে ৬ রান করে অপরাজিত থাকেন রিশভ পান্ট।