টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চটাকে যেন রেকর্ড গড়ার মঞ্চ বানিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে নিজের নাম লেখান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।
সেই রেকর্ডের পর এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন ডান হাতি এ ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে প্রবেশ করলেন চার হাজারি ক্লাবে।
অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে কোহলির রান ছিল ৩ হাজার ৯৫৮।
ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রান করলেই ৪ হাজার রান পূর্ণ হতো তার। ইনিংসের ১৭তম ওভারে লিয়াম লিভিংস্টোনকে চার মেরে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
শর্টার ফরম্যাটের ক্রিকেটে ২০১০ সালে অভিষেকের পর থেকে শুরু করে ৪ হাজার রান করার পথে কোহলি খেলেছেন ১১৫ ম্যাচ। এ ম্যাচগুলোতে ব্যাট করেছেন ১০৭ ইনিংসে। সেখানে তার গড় ৫০ ছাড়ানো; স্ট্রাইক রেট ১৩৮ দশমিক ১৫।
৪ হাজারি ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন ভারতের দলপতি রোহিত শর্মা। ১৪৮ ম্যাচে ১৪০ ইনিংস ব্যাট করে ৩ হাজার ৮৫৩ রান করেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকরা
১. ভিরাট কোহলি (ভারত)- ৪ হাজার ৮
২. রোহিত শর্মা (ভারত)- ৩ হাজার ৮৫৩
৩. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৩ হাজার ৫৩১
৪. বাবর আজম (পাকিস্তান)- ৩ হাজার ৩২৩
৫. পল স্টার্লিং (আয়ারল্যান্ড)- ৩ হাজার ১৮১
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৩ হাজার ১২০
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২ হাজার ৮৯৪
৮. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ২ হাজার ৬২০
৯. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)- ২ হাজার ৫১৪
১০. জস বাটলার (ইংল্যান্ড)- ২ হাজার ৪৯৬।