বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়ালের হারে শীর্ষে বার্সেলোনা

  •    
  • ৮ নভেম্বর, ২০২২ ১০:০০

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সফরকারী রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানো।

লা লিগায় চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। রায়ে ভায়েকানোর বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পরে রিয়াল। সমতায় থেকে বিরতিতে গেলেও শেষ পর্যন্ত ভায়েকানোর উজ্জীবিত ফুটবলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলের।

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সফরকারী রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানো।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের বিপক্ষে সমানে সমান লড়ে গেছে ভায়েকানো। বল দখলে একটু এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য ১৭টি শট নিয়ে শুধু দুটি লক্ষ্যে রাখতে পারে। আর ভাইয়েকানোর ১৫ শটের সাতটিই ছিল লক্ষ্যে।

চোট পুরোপুরি সেরে না ওঠায় একাদশে ছিলেন না রিয়ালের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় কারিম বেনজেমা, যা ভুগিয়েছে দলটিকে।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই রিয়াল সমর্থকদের স্তব্ধ করে লিড নেয় ভায়েকানো। স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কমেসানিয়ার দারুণ ভলিতে এগিয়ে যায় দলটি।

প্রথম গোল হজমের পর তেমন কিছুই করতে পারছিল না আনচেলত্তির শিষ্যরা। ৩২তম মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

৩৭তম মিনিটে স্পট-কিকে সমতা টানেন লুকা মডরিচ। ভায়েকানোর বক্সে মার্কো আসেনসিও ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এর ৪ মিনিট পর দারুণ হেডে দলকে এগিয়ে নেন এদার মিলিতাও। এতে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল।

সফরকারীদের বেশি সময় এগিয়ে থাকতে দেয়নি স্বাগতিকরা। ৪৪তম মিনিটে আলভারো গার্সিয়ার দারুণ শটে বল জালে জড়ালে আবারও সমতায় ফিরে ভায়েকানো।

৬৪তম মিনিটে রিয়ালের ডি-বক্সে দানি কারভাহালের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অস্কার ত্রেহোর শটে গোল পেয়ে এগিয়ে যায় ভাইয়েকানো। এতে করে ৩-২ গোলে পিছিয়ে পরে রিয়াল মাদ্রিদ।

শেষ দিকে আর কেউই গোলের দেখা না পেলে লা লিগায় প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের দ্বিতীয় হার এটি।

এই ম্যাচ জিতে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের। আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল জিরোনার সঙ্গে।

১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ভাইয়েকানো।

এ বিভাগের আরো খবর