কাতার বিশ্বকাপ শুরু হতে আর বাকি ১২ দিন। প্রায় দুই সপ্তাহ আগেই বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হেড কোচ লিওনার্দো তিতে। শক্তিশালী দলে চমক হিসেবে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।
৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও প্রতি আসরের মতো এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিলের দল ঘোষণা করা হয় সোমবার রাতে। নেইমারদের দলের শক্তিশালী দিক তাদের আক্রমণভাগ। যেখানে নেইমার ছাড়াও রয়েছেন অ্যান্টনি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসনের মতো তারকারা।
তবে জায়গা হয়নি লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর। মাঝমাঠেও রয়েছেন কাসেমিরো, ফ্রেড ও লুকাস পাকেতার মতো ইংলিশ প্রিমিয়ার লিগের তারকারা। তবে চোটের কারণে জায়গা হয়নি অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ফিলিপে কোতিনিয়োর।
ডিফেন্সে আলভেসের সঙ্গে রয়েছেন আরেক অভিজ্ঞ তারকা থিয়াগো সিলভা। তাদের সঙ্গে রক্ষণভাগ সামলাবেন মারকিনিয়োস, এদার মিলিতাও ও আলেক্স সান্দ্রোরা।
আর গোলবার আগলাবেন লিভারপুলের এক নম্বর কিপার আলিসন। তার ব্যাকআপ হিসবে থাকছেন এডারসন ও ওয়েভারটন।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: আলিসন, এডারসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমার, এদার মিলিতাও, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ, কাসেমিরো, এভারটন, ফাবিনিয়ো, ফ্রেড, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: অ্যান্টনি, জেসুস, মার্তিনেলি, নেইমার, পেদ্রো, রাফিনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।