বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানকে হারিয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১৭:৫৯

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েও সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি অস্ট্রেলিয়া। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৪ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাডেলেইডে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে আফগানরা। জশ হেইজলউডের বলে শুরুতে উসমান ঘানি ২ রান করে আউট হলেও, রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান রানের চাকা সচল রাখেন।

১৭ বলে ৩০ রান করে আউট হন গুরবাজ। জাদরানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৬। এরপর গুলবাদিন নাইবের ২৩ বলে ৩৯ রানের দ্রুত গতির ইনিংসে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

স্বাগতিক দলকে বিপদ থেকে রক্ষা করেন অ্যাডাম জ্যাম্পা। ইব্রাহিম জাদরান (২৬) ও নাজিবুল্লাহ জাদরানকে (০) রানে আউট করে ম্যাচে ফেরান অস্ট্রেলিয়াকে। নাইব রানআউট হন।

শেষ দিকে রাশিদ খানের ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসেও জয় পায়নি আফগানিস্তান। তবে, অস্ট্রেলিয়াকে শঙ্কার মধ্যে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাম্পা ২২ রানে ২টি আর হেইজলউড ৩৩ রানে ২টি উইকেট নেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালেও মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে দেড় শ ছাড়ায় অস্ট্রেলিয়া।

মার্শ ৪৫, ওয়ার্নার ২৫ আর ম্যাক্সওয়েল ৩২ বলে ৫৪* রান করেন। আফগানিস্তানের পক্ষে নাভিন উল হক ২১ রানে ৩টি আর ফজলহক ফারুকি ২৯ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছে ম্যাক্সওয়েল।

জয়ের পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। মাইনাসে থাকা রানরেট থেকে বেরিয়ে আসতে তাদের দরকার ছিল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানো। আফগানদের বিপক্ষে ৪ রানের জয়ে গ্রুপের দুইয়ে উঠে আসলেও, তাদের ঠিক পেছনে রয়েছে ইংল্যান্ড। যাদের রানরেট অস্ট্রেলিয়ার চেয়ে ভালো।

অর্থাৎ শনিবারের ম্যাচে যদি ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে তারাই যাবে সেমিফাইনালে।

এ বিভাগের আরো খবর