টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে চমক দেখানো আয়ারল্যান্ড শেষ ম্যাচেও অঘটন ঘটাতে চায়। শেষ ম্যাচ বিশাল ব্যবধানে জিতলে রান রেটে অন্যান্য দলের বিপক্ষে এগিয়ে থাকলেই সেমিতে খেলার সুযোগ তৈরি হবে আইরিশদের।
দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আফগানিস্তান কোনো ম্যাচ জেতেনি এখনও। ফলে তাদের শেষ চারের আশা নেই। তবে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থাকতে চায়।
অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড লড়াই। আর অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শুরু হচ্ছে দুপুর ২টায়।গ্রুপ-ওয়ানে চার রাউন্ড শেষে সমান ৫ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। শ্রীলংকার ৪ পয়েন্ট ও আয়ারল্যান্ডের আছে ৩ পয়েন্ট।রান রেটের হিসেবে নিউজিল্যান্ডের ২.২৩৩, ইংল্যান্ডের ০.৫৪৭, অস্ট্রেলিয়ার -০.৩০৪, শ্রীলংকার -০.৪৫৭ ও আয়ারল্যান্ডের -১.৫৪৪। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের চেয়ে রান রেটে অনেক বেশি এগিয়ে নিউজিল্যান্ড।শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৭। নিজ-নিজ খেলায় জিতলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে ৭ করে। তখন রান রেটে হিসেবে বসতে হবে তিন দলকে। তাতে বর্তমান পরিস্থিতিতে রান রেটের দৌঁড়ে এগিয়ে থাকায় সেমির টিকিট পাবে নিউজিল্যান্ড।কিন্তু নিজ-নিজ খেলায় বিশাল ব্যবধানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া জিতলে তখন রান রেটের হিসেবে পিছিয়ে পড়লেই বাদ পড়তে পারে নিউজিল্যান্ড। তবে বর্তমান রান রেটের চিত্র বলছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অসম্ভব কিছু করতে হবে। এজন্য শেষ ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের।আয়ারল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দলের। ম্যাচটি ৮৩ রানে জিতেছিলো ব্ল্যাকক্যাপস। আর গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।