চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের হার্ডহিটার সুরিয়াকুমার ইয়াদভ। ২০২২ সালে ২৬ টি-টোয়েন্টি ম্যাচে খেলে রান করেছেন ৯৩১।
দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স তিনি ধরে রেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেও। প্রতি ম্যাচে হাসছে তার ব্যাট।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫ রান করলেও সুরিয়াকুমার ঘুরে দাঁড়ান নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ৪০ বলে ৬৮ রানের ইনিংস। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ১৬ বলে ৩০ রান করেন তিনি।
দুর্দান্ত এমন পারফরম্যান্সের ফলাফল হাতেনাতে পেলেন সুরিয়াকুমার। ডেভন কনওয়ে ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে টপকে টি-টোয়েন্টি ব্যাটারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বাগিয়ে নিয়েছেন তিনি।
বর্তমানে সুরিয়াকুমারের রেটিং পয়েন্ট ৮৬৩। দুইয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের ৮৪২ আর তিনে থাকা কনওয়ের পয়েন্ট ৭৯২।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা বিশ্বের ২৩তম ব্যাটার সুরিয়াকুমার। আর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। এর আগে একমাত্র ভারতীয় হিসেবে টি-টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ভিরাট কোহলি।
এদিকে র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন। ৫১৮ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন লিটন। আর ৫০০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৪৩ নম্বরে উঠে এসেছেন আফিফ।
র্যাঙ্কিংয়ের সেরা ১০ ব্যাটার
১. সুরিয়াকুমার ইয়াদভ (ভারত)- ৮৬৩
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৮৪২
৩. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৯২
৪. বাবর আজম (পাকিস্তান)- ৭৮০
৫. এইডেন মারক্রাম (সাউথ আফ্রিকা)- ৭৬৭
৬. ডাউয়িড মালান (ইংল্যান্ড)- ৭৪৩
৭. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ৭০৩
৮. রাইলি রুসো (দক্ষিণ আফ্রিকা)- ৬৮৯
৯. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৬৮৭
১০. ভিরাট কোহলি (ভারত)- ৬৩৮