বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুটানকে ৮-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

  •    
  • ১ নভেম্বর, ২০২২ ১৮:৫৮

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন সুরভী প্রীতি। ২টি করে গোল এসেছে জয়নাব বিবি ও উমেলহা মারমার পা থেকে।

বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল।

ম্যাচে জয়নাব বিবি ছাড়া বাকি ১০ খেলোয়াড়ের অভিষেক হয়। জয়নাব বিবিরও এর আগে বয়সভিত্তিক দলে মাত্র ১ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। ফলে, গোলাম রাব্বানী ছোটনের অধীনে একেবারে নতুন একটি একাদশ মাঠে নামে।

তাতে অবশ্য প্রাধান্য বিস্তার করে খেলতে সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশের। প্রথমার্ধেই স্বাগতিক দল এগিয়ে ছিল ৩-০ গোলে।

৮ মিনিটে প্রথম গোল আসে উমহেলা মারমার পা থেকে। ১২ মিনিট পর লিড দ্বিগুণ করেন থুইনু মারমা। আর ২৮ মিনিটে জয়নাব দলের ব্যবধান বাড়িয়ে স্কোরলাইন ৩-০ বানিয়ে দেন।

বিরতির পরও চাপ অব্যহত রাখে লাল-সবুজরা। ম্যাচ শুরুর পরপরই চার নম্বর গোল করেন কানন রানি। ৭০ মিনিটে সুরভী প্রীতির গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এর চার মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের হয়ে ৬ নম্বর গোল করেন তিনি।

বাংলাদেশ ৭ নম্বর গোল পায় ৭৫ মিনিটে। উমহেলা নিজের দ্বিতীয় গোলের দেখা পান। আর সবশেষ গোলটি আসে ইনজুরি টাইমে। প্রীতি নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের ৮-০ গোলের জয় নিশ্চিত করেন।দ্বিতীয় ম্যাচে ৫ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিরতি লেগে ৭ নভেম্বর ভুটান ও ১১ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

এ বিভাগের আরো খবর