বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে ভারত। ডিসেম্বরে শুরু হতে যাওয়া ৩ ওয়ানডে ও ২ টেস্টের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্রামের কারণে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে না থাকা ভিরাট কোহলি ও লোকেশ রাহুল ফিরেছেন বাংলাদেশ সফরের স্কোয়াডে। তবে, চোট সেরে না ওঠায় স্কোয়াডে নেই পেইসার জাসপ্রিত বুমরাহ।
টেস্ট দলে নেই অভিজ্ঞ আজিঙ্কা রাহানে ও হনুমা ভিহারি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্ট ম্যাচগুলো খেলবে দুই দল। দুই ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
৪ ডিসেম্বর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৭ ও ১০ ডিসেম্বর হবে সিরিজের শেষ ২ ওয়ানডে।
চট্টগ্রামে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। শেষ হবে ১৮ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে ২২ ডিসেম্বর।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ট, কেএস ভরত, আর আশউইন, রভিন্দ্র জাদেজা, আক্সার পাটেল, কুলদিপ ইয়াদভ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ ইয়াদভ।
ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাভ পান্ট, ইশান কিশান, রভিন্দ্র জাদেজা, আক্সার পাটেল, ওয়াশিংটন সুন্দার, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার ও ইয়াশ দায়াল।