টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের জন্য হতাশার এক দিন গেছে শুক্রবার। মেলবোর্নের বিখ্যাত স্টেডিয়ামে এমসিজিতে আফগানিস্তান-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
বিশ্বকাপের মতো এত বড় আসরে বৃষ্টির বাধা ম্যাচ বাতিল হওয়ার বিষয়টিতে নাখোশ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সরাসরিই হতাশা প্রকাশ করেছেন এ ব্যাটার।
বাটলার বলেন, ‘ব্যাপারটা সহজ না, তাই না? টুর্নামেন্টে যেখানে ৫টা ম্যাচ খেলার সুযোগ সেখানে আফগানিস্তানের দুটা ম্যাচ ধুয়ে গেছে। খেলতে না পারার বিষয়টি আমাদের সবার জন্যই ব্যাপারটা হতাশার।’
তবে, খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন বাটলার। কন্ডিশন বোলারদের জন্য বিপজ্জনক হয়ে গিয়েছিল অভিমত তার। বিশেষ করে এমসিজির ভেজা ও পিচ্ছিল উইকেটে খেলোয়াড়দের ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল বলেন বাটলার।
বাটলার বলেন, ‘বোলারদের জন্য চিন্তার বিষয় অবশ্যই ছিল। খেলোয়াড়দের নিরাপত্তাটা আমাদের কাছে অগ্রাধিকার পায়। মাঠের অবস্থা আমাদের বা অস্ট্রেলিয়ার বোলারদের খেলার মতো উপযুক্ত ছিল না।’