সিডনিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে রেকর্ড রানে। হারের সেই গ্লানি কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে শুক্রবার ব্রিসবেনে এসে পৌঁছেছে জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার রোডেশিয়ানদের বিপক্ষে গ্যাবায় লড়বে সাকিববাহিনী।
ব্রিসবেনের উইকে টাইগারদের খুব একটা পরিচিত নয়। ত্রিদেশীয় সিরিজের মিশন শেষ করে সরাসরি এখানেই এসেছিল জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যালান বোর্ডার ফিল্ডে অনুশীলন করেই আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। গ্যাবার উইকেট সে সময় দেখার সুযোগ হয়নি সাকিবদের।
ব্রিসবেনে নেমে সরাসরি গ্যাবায় চলে যায় জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের উইকেট পর্যবেক্ষণ করেন ক্রিকেটাররা লম্বা সময় ধরে।
সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে জিম্বাবুয়েকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। কেননা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে রোডেশিয়ানরা, তাতে যেকোনো মুহূর্তে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে সিকান্দার রাজারা।
আর রোডেশিয়ানদের বিপক্ষে কোনো কারণে হোঁচট খেলে শেষ হয়ে যাবে টাইগারদের বিশ্বকাপ মিশন। সেক্ষেত্রে পাকিস্তান ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ হবে কেবল নিয়মরক্ষার।