বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

  •    
  • ২৮ অক্টোবর, ২০২২ ১২:০২

যে আয়ারল্যান্ড বৃষ্টির কল্যাণে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল, সে দলের ক্রিকেটাররাই এক বুক হতাশা নিয়ে শুক্রবার মাঠ ছাড়লেন। আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সে বাধায় কপাল পুড়েছিল সাউথ আফ্রিকার। একইভাবে প্রোটিয়াদের সঙ্গী হয়েছিল ইংল্যান্ডও। এবার বৃষ্টি বাধ সাধল আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে।

যে আয়ারল্যান্ড বৃষ্টির কল্যাণে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল, সে দলের ক্রিকেটাররাই এক বুক হতাশা নিয়ে শুক্রবার মাঠ ছাড়লেন। আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির হানা। এতে দিনের খেলা এক বলও মাঠে গড়ায়নি। এ কারণে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো দুই দলকে।

এ নিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিই পরিত্যক্ত হয়েছে আফগানিস্তানের। এ তিন ম্যাচের একটিতে হেরেছে আফগানরা। সেই সুবাদে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান আফগানিস্তানের।

অপরদিকে তিন ম্যাচে এক হার, এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে আয়ারল্যান্ড।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট থাকার পরও রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা।

২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে শ্রীলঙ্কা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় ৪ ও ৫ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বেলা ২টায় দিনের দ্বিতীয় খেলায় ৎমাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ বিভাগের আরো খবর