বৃহস্পতিবারের রাতটাই যেন ছিল অঘটনের রাত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় জিম্বাবুয়ে। আর ফুটবলে এসে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। পিএসভি আইন্দহোফেনের কাছে তাদের হারতে হয়েছে ২-০ গোলে।
গানাররা হোঁচট খেলেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিরাসপোল শেরিফের বিপক্ষে ৩-০ গোলে জয় বাগিয়ে নিয়েছে রেড ডেভিলরা।
পিএসভির ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল আর্সেনালের রক্ষণভাগ। সেই সঙ্গে এলোমেলো আক্রমণ। সব মিলিয়ে নিজেদের ছায়া হয়েই ম্যাচের পুরোটা সময় থাকে গানাররা।
প্রথমার্ধ দুই দলের কেউই গোলের দেখা না পেলেও ৫৫ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন জোয়ি ফার্ম্যান। লুক ডি ইয়ংয়ের পাস ধরে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন তিনি।
৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং নিজেই। এরপর আর গোলের দেখা পায়নি দুই দল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসভি।
রাতের অপর ম্যাচে মলদোভার ক্লাভ শেরিফকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালডো, দিয়োগো দালোত ও মার্কাস র্যাশফোর্ডের গোলে জয় বাগিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ইউনাইটেড।
গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ৪৪ মিনিটের। ক্রিশ্চিয়ান এরিকসনের পাস ধরে ডি বক্সের ভেতর ঢুকে দলকে প্রথম লিড এনে দেন দালোত।
এরপর লুক শয়ের এসিস্টে গোলের খাতা খোলেন র্যাশফোর্ড। আর ৮১তম মিনিটে শেরিফের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালডো।