বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্ট ম্যাচের লেংথে বল করে সফল তাসকিন

  •    
  • ২৪ অক্টোবর, ২০২২ ১৭:১৯

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন তার সাফল্যের রহস্য। জানালেন টেস্টের ফর্মুলা অবলম্বন করেই সফলতা পেয়েছেন ডান হাতি এই পেইসার।

১৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের আগুনে-বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।২৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন এই পেইসার।

তাসকিন আহমেদ বল হাতে এসে ইনিংসের প্রথম দুই বলেই তুলে নেন দুই ডাচ টপ অর্ডারকে। শুরুর ধাক্কা শেষ পর্যন্ত আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি নেদারল্যান্ডসের ব্যাটারদের পক্ষে।

সহজ জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ানো একারম্যানকেও ফেরান তাসকিন, পরে নেন আরও এক উইকেট। সব মিলিয়ে ৪ উইকেট তুলে নেয়ার বিপরীতে তিনি রান দেন ২৫।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন তার সাফল্যের রহস্য। জানালেন টেস্টের ফর্মুলা অবলম্বন করেই সফলতা পেয়েছেন ডান হাতি এই পেইসার।

তাসকিন বলেন, ‘আমি মূল বিষয়গুলো ঠিকমতো করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের বোলিং দেখছিলাম। ভালো মুভমেন্ট ছিল। ক্যারিও ছিল। সে জন্য আমি টেস্ট ম্যাচ লেংথে বল করেছি। দুই দিকে বল মুভ করাতে চেয়েছি। এটাই কাজে দিয়েছে।

‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আমি নিজে অবদান রাখতে পেরেছি। ভালো লেগেছে।’

পাশাপাশি নিজের উন্নতির জন্য আরও কাজ করছেন বলে জানান তিনি।

তাসকিন বলেন, ‘বোলিংয়ের সময় আমার কবজির অবস্থান ভালো হচ্ছে। আমি দুই দিকেই বল মুভ করাতে পারি। আমি উন্নতিতে মনোযোগ দিচ্ছি। বিশ্বমানের বোলার হওয়া আমার লক্ষ্য।’

এ বিভাগের আরো খবর