টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশ বোলার স্যাম কারেনের বিধ্বংসী বোলিং ম্যাচের ভাগ্য অনেকটাই নিশ্চিত করে দেয়। তারপরও ব্যাটাররা ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে হিমশিম খান।
আফগানদের দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে জয় পেয়েছে ইংলিশরা। ছোট রান তাড়া করতে নেমেও জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে বাটলার বাহিনীকে। আফগানদের ব্যাটিং অনিশ্চয়তায় ভরা হলেও বোলাররা যে বিশ্বমানের, তা বুঝিয়ে দিয়েছেন তারা।
ইংলিশ বোলার স্যাম কারেনের বিধ্বংসী বোলিংয়ে ১১২ রানে গুটিয়ে যান মোহাম্মদ নবির দল। তিনি একাই নেন ৫ উইকেট।
ছোট রান তাড়া করতে খোশ মেজাজে থাকা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে দলীয় ৩৫ রানের মাথায় ফেরান ফজলহক ফারুকি। উইকেটকিপার এ ব্যাটার ১৮ বলে ১৮ রান করে আউট হন। আরেক ওপেনার অ্যালেক্স হেইলসের ব্যাট থেকে আসে ২০ বলে ১৯ রান।
দলীয় ৬৫ রানে বেন স্টোকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। বেন স্টোকস ৪ বলে ২ রান করে মোহাম্মদ নবির বলে আউট হন।
দুই অপরাজিত ব্যাটার লিয়াম লিভিংস্টোনের ২১ বলে ২৯ ও মঈন আলির ১০ বলে ৮ রানে জয় পেয়ে যায় ইংল্যান্ড। এছাড়া ইংলিশ আরেক ব্যাটার হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৬ বলে ৭ রান।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নাবি, রাশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ একটি করে উইকেট পান।
এর আগে পার্থের অপটাস স্টেডিয়ামে শনিবার টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় ওভারের শুরুতে দলীয় ১১ রানে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় দলটি। ৯ বল খেলা আফগান উইকেটকিপার এক ছক্কায় ১০ করে আউট হন মার্ক উডসের বলে বাটলারের গ্লাভসে ধরা পড়ে।
এরপর সপ্তম ওভারে দলীয় ৩৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় মোহাম্মদ নাবির দল। বেন স্টোকস ফেরান আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে। ১৭ বল খেলা জাজাই ফেরেন মাত্র ৭ রানে।
দুই উইকেট হারিয়ে চাপে পড়লে কিছুটা সামাল দেন ইব্রাহিম জাদরান ও উসমান ঘানি। জাদরানের ৩২ বলে ৩২ রান ও উসমানের ৩০ বলে ৩০ রান কিছুটা স্বস্তি দেয় আফগান শিবিরে। ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করা এ দুই ব্যাটারের রান আফগানদের ১০০ পার হতে সহায়তা করলেও ফাইটিং স্কোর তুলতে পারেনি।
নিয়মিত উইকেট হারাতে থাকা আফগানিস্তানের ব্যাটাররা কেউই থিতু হতে পারেননি। শেষ দিকে নজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১১ বলে ১৩ রান।
ইংল্যান্ডের হয়ে বিধ্বংসী বোলিংয়ে পেসার স্যাম কারেন ৩.৪ ওভারে ১০ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। বেন স্টোকস ৪ ওভার বল করে নেন ২ উইকেট। এছাড়া মার্ক উডস ২টি ও ক্রিস ওকস ১ উইকেট নেন।