বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার যোগ দিয়ে বাজিমাত করেছিল বরিশাল ফরচুন। সবশেষ আসরে রানার-আপ হওয়া দলটি পরবর্তী ৩ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ধরে রেখেছে।
গতবারের মতো এবারও তারা ধরে রেখেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিবের সঙ্গে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকেও।
বরিশালের দলে রয়েছে আরও বেশ কিছু চমক। কিছুদিন আগে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়া রাহকিম কর্নওয়ালকে রাখা হয়েছে সাকিব বাহিনীতে। এছাড়াও আছে দুই আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান ও কারিম জানাত। তাদের সঙ্গে সরাসরি চুক্তি করে দলে ভেড়ানো হয়েছে।
২০২৩ সালের ৫ জানুয়ারি পর্দা উঠার কথা রয়েছে বিপিএলের। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। তবে একই সময়ে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার কথা রয়েছে। এতে করে বিপিএলে খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে শঙ্কা দেখা দিয়েছিল।
ক্যারিবীয় ও আফগান ক্রিকেটার ছাড়াও এবারের আসরে দেখা যাবে পাকিস্তানের খেলোয়াড়দের। খেলবেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিকের মতো ক্রিকেটাররা।