টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। দ্বিতীয় দিনে অঘটন ঘটল স্কটল্যান্ডের হাত ধরে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাছাইপর্বে শুভ সূচনা করল স্কটিশরা।
স্কটল্যান্ডের করা ১৬১ রানের জবাবে সবগুলো উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সুবাদে ৪২ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে স্কটিশরা।
ব্রিসবেনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হন জর্জ মানসি ও মাইকেল জোন্স। পাওয়ার প্লের ৬ ওভারে তাদের ব্যাট থেকে আসে ৫৪ রান।
শুরুর এই মোমেন্টাম কিছুটা নষ্ট হয় হোবার্টে বৃষ্টি আঘাত হানার পর। সপ্তম ওভারের দ্বিতীয় বলে হোল্ডারের শিকার বনে জোন্স মাঠ ছাড়লে ভাঙে স্কটিশদের উদ্বোধনী জুটি।
অপর প্রান্তের ব্যাটাররা টানা আউট হতে থাকলেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন মানসি। তার হার না মানা ৫৩ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬০ রানের পুঁজি দাঁড় করায় স্কটল্যান্ড।
চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে রান রেটের দিকে নজর রেখে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইনিংসে তৃতীয় ওভারে ১৩ বলে ২০ রান করা কাইল মায়ার্স মাঠ ছাড়েন জশ ডেভির শিকার হয়ে।
সেখান থেকেই শুরু ক্যারিবিয়ানদের বিপর্যয়ের। এক অঙ্কের ঘরে আটকে থেকে মাঠ ছাড়তে হয় নিকোলাস পুরান, শামারহ ব্রুকস, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওডেন স্মিথকে।
দলের হয়ে কেবল দুই অঙ্কের ঘরে রান করেন কাইল মায়ার্স (২০), এভিন লুইস (১৪), ব্রেন্ডম কিং (১৭) ও জেসন হোল্ডার (৩৮)।
শেষ পর্যন্ত স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সবগুলো উইকেট হারিয়ে ১১৮ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। আর স্কটল্যান্ড তাতে পায় ৪২ রানের দুর্দান্ত এক জয়।