টানা ২১ ম্যাচ জয়ের পর উড়তে থাকা ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল লিভারপুল। ঘরের মাঠে সিটির বিপক্ষে তারা জয় পেয়েছে ১-০ ব্যবধানে। আর এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল অল রেডরা।
গেল মৌসুম দুর্দান্ত কাটালেও চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না লিভারপুলের। পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে তারা।
অপরদিকে মৌসুমের শুরু থেকে রীতিমত উড়ছে ম্যানসিটি। সব টুর্নামেন্ট মিলিয়ে গত ম্যাচের আগ পর্যন্ত টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল গার্দিওলা শিষ্যরা। ২২ তম ম্যাচে এসে লিভারপুলের বিপক্ষে হোঁচট খেল তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই সিটিকে চেপে ধরলেও খুব একটা সুবিধা করতে পারছিল না লিভারপুল। যার কারণে প্রথমার্ধ গোলশূন্য থাকতে হয় দুই দলকেই।
ম্যাচের ৫৫ মিনিটেই ডেডলক ভাঙ্গার বড় সুযোগ হাতছাড়া করে সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনার পাস থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট নেন আর্লিং হলান্ড। ঝাঁপিয়ে পড়ে আটকানোর চেষ্টা করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার।
কিন্তু হলান্ডের পা তার দুই হাতে আঘাত করায় বল গ্লাভসবন্দী হয়নি। বল চলে যায় ফোডেনের কাছে। গোলবারে ডিফেন্ডার জো গোমেজের বাধা উপেক্ষা করে বল জালে জড়ান ফোডেন।
কিন্তু অবৈধভাবে বাঁধা দেয়ায় রেফারির কাছে আবেদন করেন অ্যালিসন। ভিএআর চেকে ফাউলের প্রমাণ পেয়ে গোল বাতিল করেন রেফারি।
এদিকে গোল বাতিলের পর আক্রমণের ধার বাড়ায় অল রেডরা। যার ফল তারা পেয়ে যায় ৭৬ মিনিটের মাথায়।
ফ্রি কিক থেকে ডি ব্রুইনার নেয়া শট দখলে নিয়ে লং পাস দেন লিভারপুল গোলরক্ষক বেকার। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে সিটির গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন মোহাম্মদ সালাহ। ভাঙ্গেন ডেডলক।
এরপর দুই দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলরক্ষকদের সুবাদে গোলের দেখা মেলেনি কারোরই। যার ফলে ১-০ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।