বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লো স্কোরিং ম্যাচে আমিরাতকে হারাল নেদারল্যান্ডস

  •    
  • ১৬ অক্টোবর, ২০২২ ১৮:৪২

আরব আমিরাতের করা ৮ উইকেটে ১১১ রানকে ১ বল ও ৩ উইকেট অক্ষত রেখে টপকে যায় ডাচরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আরব আমিরাতের করা ৮ উইকেটে ১১১ রানকে ১ বল ও ৩ উইকেট অক্ষত রেখে টপকে যায় ডাচরা।

অস্ট্রেলিয়ার জিলংয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। স্লো পিচে মোহাম্মদ ওয়াসিম ছাড়া আর কেউই রান পাননি আমিরাতিদের হয়ে।

৪৭ বলে ৪১ রান করেন ওয়াসিম। ভৃত্যিয়া আরাভিন্দ করেন ১৮ আর কাশিফ দাউদ করেন ১৫। ১০ ওভারে কোনো মতে ১০০ রানের সংগ্রহ ছাড়ায় আমিরাত।

নেদারল্যান্ডসের পক্ষে বাস ডে লিড ১৮ রানে ৩ উইকেট নেন। ২টি উইকেট পান ফ্রেড ক্লাসেন।

জবাবে, ডাচদের হয়েও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেয় আমিরাত।

৭৬ রানে নেদারল্যান্ডস ৬ উইকেট হারায়। ম্যাক্স ও'ডাউড (২৩) ও কলিন অ্যাকেরমান (১৭) ছাড়া আর কেউই তেমন অবদান রাখতে পারেননি।

শেষ দিকে স্কট অ্যাডওয়ার্ডের ১৪* ও টিম প্রিঙ্গলের ১৫* রানের দুটি ছোট ইনিংসে লক্ষ্যে পৌঁছায় নেদারল্যান্ডস।

আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিক ২৪ রানে ৩ উইকেট নেন। তবে দলের হার ঠেকাতে পারেননি। ম্যাচ সেরা হন ৩ উইকেট নেয়া ডি লিডে।

এ জয়ে নিজ গ্রুপের দুইয়ে উঠে এলো ডাচরা। এ-গ্রুপে সকালের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক সৃষ্টি করা নামিবিয়া শীর্ষে রয়েছে।

এ বিভাগের আরো খবর