ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪৭ রানের মাথায় দুই উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। এতে কিউই ব্যাটারদের কোণঠাসা হওয়ার শঙ্কা দেখা দিলেও তা থেকে দলকে বের করে আনেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস।
দুজনের নির্ভরশীল ব্যাটিংয়ে ১১ ওভার শেষে ৯৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড, তবে মোহাম্মদ নাওয়াজের বলে ফিলিপস বিদায় নিলে জুটিটি আর বড় হওয়ার সুযোগ পায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে তিন উইকেটে হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে কিউইরা।
৪৫ রানে ব্যাট করছেন উইলিয়ামসন। অন্য প্রান্তে ৪ রান করেছেন মার্ক চ্যাপম্যান।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
গ্রুপ পর্বে নিজেদের দুইবারের দেখায় একবার করে জয় পেয়েছে দল দুটি।
নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায় সফরকারী পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে খেলেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। মার্টিন গাপটিলকে বাদ দিয়ে আজ ফাইনালে মাঠে নেমেছেন তিনি। এ ছাড়া অ্যাডাম মিলনের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে ব্লেয়ার টিকনারকে।
পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে হারিস রউফ খেলেননি। আজ মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে নেয়া হয়েছে তাকে।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান, হায়দার আলি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন, মিচেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ব্লেয়ার টিকনার, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।