বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তান সফরে ইংল্যান্ডের টেস্ট দলে লিভিংস্টোন

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ২১:৫৭

পাকিস্তান সফরের নাম আছে লিয়াম লিভিংস্টোনের। দলে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড। তার সঙ্গে রাখা হয়েছে বেন ডাকেট ও কিটন জেনিংসকেও।

চলতি বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রায় ১৯ বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট খেলবে ইংলিশরা।

পাকিস্তান সফরের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের শক্তিশালী এ টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার উইল জ্যাকস।

এ ছাড়া পাকিস্তান সফরের নাম আছে লিয়াম লিভিংস্টোনের। দলে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড। তার সঙ্গে রাখা হয়েছে বেন ডাকেট ও কিটন জেনিংসকেও।

অলরাউন্ড পারফর্মেন্স করে সারেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান শিরোপা জিততে সাহায্য করেন লিভিংস্টোন। আর তার পুরস্কার হিসেবে পেলেন ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে খেলার সুযোগ।

২০১৮ সালের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে অতিরিক্ত ব্যাটার ছিলেন তিনি। পরে টি-টোয়েন্টি ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্সের ২০১৮ সালের পর প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে এ অলরাউন্ডারকে।

নভেম্বরে প্রথম সন্তানের বাবা হচ্ছেন স্টুয়ার্ট ব্রড। যে কারণে পাকিস্তান সিরিজে থাকছেন না এই অভিজ্ঞ পেইসার।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস (উইকেটকিপার), উইল জ্যাকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।

এ বিভাগের আরো খবর