ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে ম্যাচ চলাকালীন পেশির চোটে পড়েন ইউভেন্তাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। এই ইনজুরির কারণে শঙ্কা ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার দলে তাকে পাওয়া নিয়ে, তবে শঙ্কার সে মেঘ কেটে গেছে।
ইউভেন্তাসের মেডিক্যাল ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী, দি মারিয়া ৩ সপ্তাহের মধ্যে ফিরবেন মাঠে। আর তাতে করে বিশ্বকাপ দলে তাকে অবধারিতভাবেই পাওয়া যাবে। বুধবার সকালে আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক গাস্তন আদুল এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।
আদুল বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনও ৪০ দিন বাকি। কোনো সন্দেহ নেই তাকে নিয়ে। সে খেলতে পারবে বিশ্বকাপে।’
মাকাবি হাইফার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে হঠাৎ করেই দৌড়ানো অবস্থায় উরু চেপে ধরতে দেখা যায় দি মারিয়াকে। উরুর চোট নিয়েই মাঠ ছাড়েন তিনি।
এক মাসে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়ায় দি মারিয়ার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শঙ্কার মেঘ সরে গিয়ে অবশেষে খেলার সম্ভাবনা জেগেছে তার।
আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ছেন। সেরি আর ম্যাচে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ-পায়ের পেশিতে টান লাগে পাওলো দিবালার। ইনজুরিতে পড়ে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসিও।