বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএসজির পরের ম্যাচেও নেই মেসি, চোটে দিবালা

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১৯:০৯

ফরাসি দৈনিক ল্য প্যারিসিয়ান এক প্রতিবেদনে জানায়, মেসির চোট এখনও সারেনি। এ তারকা ফরোয়ার্ড সোমবারও দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে বেনফিকার বিপক্ষে নিজ মাঠে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবারে লিগ ম্যাচে চোট পেলেন পাওলো দিবালা।

পায়ের পেশিতে চোট পাওয়ায় মেসি গত রোববার ফরাসি লিগে রেঁসের বিপক্ষে পিএসজির হয়ে খেলেননি। তখন পিএসজি কোচ ক্রিস্তোফ গলতিয়ে জানিয়েছিলেন যে, সতর্কতা হিসেবেই মেসিকে বিশ্রামে রাখা হয়েছে। এক-দুইদিনের বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন আর্জেন্টিনার অধিনায়ক।

তবে সোমবার ফরাসি দৈনিক ল্য প্যারিসিয়ান এক প্রতিবেদনে জানায়, মেসির চোট এখনও সারেনি। এ তারকা ফরোয়ার্ড সোমবারও দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে বেনফিকার বিপক্ষে নিজ মাঠে খেলতে পারবেন না তিনি।

মেসি বেনফিকার মাঠে আগের ম্যাচে গোল করেছিলেন। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে পিএসজি।

মেসির চোটের পাশাপাশি আর্জেন্টাইনদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে পাওলো দিবালার চোট। নির্ভরযোগ্য এ স্ট্রাইকার ইতালির সেরি আয় রোমার হয়ে খেলতে নেমে পায়ে চোট পেয়েছেন।

রোববার রাতে লেচ্চের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন দিবালা। পেনাল্টি কিক নেয়ার পরই তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। পরীক্ষায় দেখা গেছে পায়ের পেশিতে চোট গুরুতর তার। যা থেকে সেরে উঠতে ২১ দিন সময় লাগে।

ফল, বিশ্বকাপের আগে ঠিক সময়ে সেরে উঠতে পারবেন কিনা দিবালা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা।

এ বিভাগের আরো খবর