ইরান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্ষসেরা ফুটবলার আলি দাইয়ির পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুতে হিজাবের বিপক্ষে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রতি সমর্থন প্রদর্শন করেন দাইয়ি।
২৭ সেপ্টেম্বর ইন্সটাগ্রামে বিক্ষোভকারীদের পক্ষে এক পোস্ট দেন দাইয়ি। সেখানে তিনি একটি অ্যানিমেশন পোস্ট করেন ও ছবির সঙ্গে লেখেন, ‘মাতৃভূমি ইরান মানে: আমার পরিবার, আমার বাবা ও মা, আমার কন্যা। আমার স্বদেশিরা আমার ভাই এবং বোন, আমি অবশ্যই তাদের সঙ্গে চিরকাল থাকব।
‘ইরানি জনগণকে দমন, সহিংসতা এবং গ্রেপ্তারের পরিবর্তে তাদের সমস্যার সমাধান করুন।’
ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক টুইটে জানায়, ওই পোস্টের পরদিন ইস্তাম্বুল থেকে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাইয়ির পাসপোর্ট নিয়ে নেয়। ফলে, এ মূহুর্তে তিনি দেশ ছাড়তে পারছেন না।
#BREAKING The Islamic Republic's security forces have confiscated the passport of Iranian football legend Ali Daei upon his return to Tehran from Istanbul, and told him he's banned from leaving Iran.He had earlier supported #IranProtests, @IranIntl has learned.#MahsaAmini. pic.twitter.com/ZSOP78HMK9
— Iran International English (@IranIntl_En) October 1, 2022৫৩ বছর বয়সী আলি দাইয়িকে ইরানের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ধরা হয়। জাতীয় দলের অধিনায়কত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করার বিশ্বরেকর্ড ছিল তার। যেটি গতবছর ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালডো।
দাইয়ি জার্মান বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ ও হার্থা বার্লিনের মতো দলের সেরা স্ট্রাইকার ছিলেন। ২০০৮ ও ২০০৯ সালে তিনি ইরানের জাতীয় দলের কোচও ছিলেন।