নারী এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ানো পাকিস্তানের শিকার এবারে আরব আমিরাত। মরুর দেশের দলটিকে তারা হারিয়েছে ৭১ রানে।
পাকিস্তানের করা ৫ উইকেটের খরচায় ১৪৫ রানের জবাবে ৭৪ রানের বেশি করা সম্ভব হয়নি আমিরাতের পক্ষে। সে সুবাদে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারে তারা হারায় অভিজ্ঞ ব্যাটার সিদরা আমিনকে।
এরপর স্কোরবোর্ডে ৭৮ রান তুলতে ৫ উইকেট হারায় পাকিস্তান।
অধিনায়ক বিসমাহ মারুফ করেন ৪ রান, ওমাইমা সোহেল মাঠ ছাড়েন রানের খাতা খোলার আগে। উইকেটের একপ্রান্ত আগলে ধরে রেখে লড়াই চালিয়ে যাওয়া মুনিবা আলিকেও থামতে হয় ৪৩ রানে।
শেষদিকে আলিয়া রিয়াজের ৩৬ বলে হার না মানা ৫৭ আর নিদা দারের অপরাজিত ১৭ বলে ২৫ রানের সুবাদে আমিরাতকে ১৪৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে আমিরাত। সেই সঙ্গে ব্যাটিং বিপর্যয়।
মূলত পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না আমিরাতের ব্যাটাররা। আঁটসাঁট বোলিংয়ের বিপরীতে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান তুলতে সক্ষম হয় তারা। আর তাতেই পাকিস্তান পায় ৭১ রানের বড় জয়।
পাকিস্তানের হয়ে আয়মান আনওয়ার, সাদিয়া ইকবাল, নাসরা সান্ধু ও ওমাইমা সোহেল ১টি করে উইকেট পান।