লা লিগায় গাতাফের বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে ফের টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গাতাফেকে হারতে হয়েছে ১-০ ব্যবধানে। এদিকে বুন্দেসলিগায় বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
আর লিগ ওয়ানে একই ভাগ্য বরণ করে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। রেইমস নিজেদের মাঠে গোলশূন্য অবস্থায় রুখে দিয়েছে উড়তে থাকা সারাবিয়া-এমবাপেদের।
গাতাফের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণের ওপর রাখে রিয়াল মাদ্রিদ। জোর আক্রমণে ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় দল।
লুকা মদ্রিচের পাস ধরে ডি বক্সের ভেতর থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন এডার মিলিতো।
এরপর ম্যাচের বাকিটা সময় বেশ কিছু নিশ্চিত আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি রিয়ালের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।
এদিকে বুন্দেস লিগায় শুরুতে ২ গোলের লিড নিলেও শেষ পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্রকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্ন মিউনিখকে।
বুরুশিয়ার মাঠে ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথমবারের মতো লিড নেয় বায়ার্ন। এরপর ৫৩ মিনিটে সেন ব্যবধান দ্বিগুণ করেন।
কিন্তু ৭৪ মিনিটের মাথায় স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান মউকোকো। আর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মডেস্টার অসাধারণ এক গোলের সুবাদে ড্র নিশ্চিত হয় স্বাগতিকদের।
অন্যদিকে উড়তে থাকা পিএসজি হোঁচট খেয়েছে লিগ ওয়ানের টেবিলের তলানির দল রেইমসের কাছে। লিওনেল মেসির অভাবটা খুব ভালোভাবেই টের পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা। শেষ কয়েকটি ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা মেসি ছিলেন না এই ম্যাচে ইনজুরির কারণে।
সেই ম্যাচেই সহজ প্রতিপক্ষ রেইমসের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।