ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর উত্তরসূরি হিসেবে বিশেষজ্ঞদের অনেকেরই পছন্দ কিলিয়ান এমবাপেকে। ফ্রান্সের এ তরুণ তারকা ফুটবল মাঠের কীর্তিতে মেসি-রোনালডোকে এখনও ছাড়াতে না পারলেও, অর্থ আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছেন এ দুই গ্রেটকে।
যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী চলতি মৌসুমে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ফুটবলার এমবাপে। ৮ বছরের মধ্যে এই প্রথম তালিকার শীর্ষস্থান হারালেন মেসি ও রোনালডো।ফোর্বসের হিসেবে চলতি মৌসুমে এমবাপের আয় ১২ কোটি ৮০ লাখ ডলার (১৩০০ কোটি টাকা প্রায়)। এমবাপের পিএসজি সতীর্থ মেসি ১২ কোটি ডলার আয় করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা রোনাল্ডোর আয় ১০ কোটি ডলার।শীর্ষ পাঁচে থাকা অন্য দুই খেলোয়াড় হলেন পিএসজির নেইমার (৮ কোটি ৭০ লাখ ডলার) ও লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ (৫ কোটি ৩০ লাখ ডলার)।ম্যানচেস্টার সিটির নতুন তারকা আর্লিং হালান্ড ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় ৩০ বছর বয়সের কম দুজন খেলোয়াড় এমবাপে ও হালান্ড।ফোর্বসের রিপোর্ট অনুযায়ী মেসি ও রোনালডো তাদের বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন। সে কারণে এখন তালিকার শীর্ষস্থানগুলো ধীরে ধীরে এমবাপে-হালান্ডদের দখলে চলে যাচ্ছে।