দারুণ বোলিং করে ভারতকে কম রানে আটকে দিলেও, ব্যাটিং ব্যর্থতার খেসারতে হারতে হয়েছে বাংলাদেশকে। নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে স্বাগতিক দল।
ভারতের করা ৫ উইকেটে ১৫৯ রানের জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪৫ রান আসলেও সেটির জন্য দুই ওপেনার ফারজানা হক ও মুরশিদা খাতুন ৫৫ বল খেলেন।
৪০ বলে ৩০ রান করেন ফারজানা আর ২৫ বলে ২১ রান করে আউট হন মুরশিদা। এরপর বাড়তে থাকা রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করতে যেয়ে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩৬) ছাড়া আর কেউই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। ফলে ১০০ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।
ভারতের হয়ে দিপ্তি শর্মা ও শেফালি ভার্মা ২টি করে উইকেট নেন।
এর আগে, সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানা। ওপেনিংয়ে বড় জুটিতে ম্যাচে দারুণ শুরু করে ভারত।
শেফালি ভার্মা ও মান্ধানা ১২ ওভারে ৯৬ রান যোগ করেন। ভার্মা ৫৫ রান করে রুমানা আহমেদের বলে আউট হন। মান্ধানা ৪৭ রান করে রান আউট হয়ে ফেরেন।
এরপর রুমানার লেগস্পিনে ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্রুত তিনি ফিরিয়ে দেন রিচা ঘোষ (৪) ও কিরান নাভগিরেকে (০)। ১৭তম ওভারের শেষ দুই বলে এই দুজনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রুমানা। তবে শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি।
ভারতের স্কোর দেড় শ ছাড়াতে সহায়তা করেন জেমাইমা রদ্রিগেস ও দিপ্তি শর্মা। রদ্রিগেস ২৪ বলে ৩৫ করে অপরাজিত থাকেন আর শর্মার ব্যাট থেকে আসে ৫ বলে ১০ রান।
বাংলাদেশের হয়ে রুমানা ২৭ রানে ৩টি ও সালমা খাতুন ১৬ রানে ১ উইকেট নেন।