এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে অঘটন ঘটল থাইল্যান্ডের হাত ধরে। নিজেদের চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে থাই মেয়েরা। নাটকীয়ভাবে তারা জয় পেয়েছে ৪ উইকেটে।
পাকিস্তানের করা ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ৪ উইকেট ও ১ বল হাতে রেখেই ইতিহাস গড়ে জয় বাগিয়ে নেয় থাইল্যান্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই থাই বোলারদের আঁটসাঁট বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছিল না পাকিস্তান।
দলীয় ২৫ রানে ওপেনার মুনিবা আলির ফেরার পর দলের জন্য কার্যকর ইনিংস সিদরা আমিন ছাড়া কারও পক্ষে খেলা সম্ভব হয়নি।
সিদরার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান। ৫ উইকেটের খরচায় ১১৬ রান তোলার পেছনে বাকিদের অবদান বিসমাহ মাহরুফ (৩), নিদা দার (১২), আয়েশা নাসিম (৮) ও আলিয়া রিয়াজ অপরাজিত ১০।
ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতেও জ্বলে উঠতে পারেননি পাক বোলাররা।
নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকলেও রানের গতিতে লাগাম দিতে পারছিলেন না পাকিস্তানি বোলাররা। ৬ উইকেট তুলে নিলেও ম্যাচ গড়ায় শেষ ওভারে।
জয়ের জন্য শেষ ওভারে থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান, হাতে ৪ উইকেট। শেষ ওভারে ডায়ানা বেগ বল হাতে এসেই প্রথম বলটি করেন ওয়াইড।
পরের বলে সিঙ্গেল নেন বুচাথাম। ওভারের পরের বলটি চারে পরিণত করেন রোসেনান। জয়ের জন্য তখন প্রয়োজন ৪ বলে ৪ রান।
তৃতীয় বলে ২ ও চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে দুই বল হাতে রেখেই ম্যাচ টাই করেন এই দুই ব্যাটার। পঞ্চম বলে জয়সূচক সিঙ্গেল নিয়ে থাইল্যান্ডের হয়ে ইতিহাস গড়েন বুচাথাম।