আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ার পর ফাঁকা সময়টা কাজে লাগাতে বাংলাদেশ এ-দলকে ভারত পাঠানোর পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিলনাড়ুর রঞ্জির দলের সঙ্গে একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
এবারে চূড়ান্ত হল খেলার ফরম্যাট। তামিলনাড়ুর দলের বিপক্ষে দুটি ৪ দিনের ম্যাচ ও ৩ টি একদিনের ম্যাচ খেলবে এ-দল।
সিরিজকে সামনে রেখে বুধবার দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ সদস্যের চার দিনের ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। একইসঙ্গে দুই ফরম্যাটের জন্য রাখা হয়েছে এনামুল হক বিজয়কে। বরাবরের মতো অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া শেখ মাহেদী হাসান খেলবেন একদিনের ম্যাচে। তার সঙ্গে আছেন ওপেনার নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী।
লঙ্গার ফরম্যাটের দলে রাখা হয়নি মুশফিকুর রহিমকে।
৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে দল। প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ১২ অক্টোবর। পরেরটি শুরু হবে ১৯ অক্টোবর থেকে।
২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে একদিনের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক বিজয়।
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।