বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিবালার নৈপুণ্যে রোমার জয়, শীর্ষস্থান ধরে রাখল নাপোলি

  •    
  • ২ অক্টোবর, ২০২২ ১৩:৪১

তোরিনোকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। আর ইন্টারমিলানের বিপক্ষে রোমার জয় ২-১ গোলের।

ইতালির সেরি আয় চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছে নাপোলি। তোরিনোর বিপক্ষে ৩-১ গোলের জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নেপলসের ক্লাবটি। শনিবার রাতে জাম্বো আঙ্গুইসার জোড়া গোলের সঙ্গে ভিচা কাভারতশখিলার গোলে দারুণ জয় পায় তারা।

স্তাদিও ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নেয় নাপোলি। ৬ মিনিটের মাথায় মারিয়ু রুইয়ের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে বল জালে জড়ান আঙ্গুইসা।

এর মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন ক্যামেরুনের এ মিডফিল্ডার। এবার নাপোলির মাতেও পলিতানোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এতে করে ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

৩৭তম মিনিটে ভিচারর গোলে ব্যবধান আরও বাড়ায় দলটি। ৩-০তে লিড নিয়ে বিরতিতে যায় নাপোলি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় তোরিনো। নাপোলির ওপর উল্টো চাপ সৃষ্টি করে ব্যবধান কমান প্যারাগুইয়ান ফরোয়ার্ড আন্তোনিও সানাব্রিয়া। তার গোলে স্কোরলাইন ৩-১ গোলে পরিণত হলেও শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।

এই জয়ে ৮ ম্যাচ খেলে ৬ জয় ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নাপোলি। ১০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে টরিনো।

রাতের আরেক ম্যাচে ইন্টার মিলকে ২-১ হারিয়েছে রোমা। এ ম্যাচে মিলানের ফেদেরিকো দিমারকোর গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

ম্যাচের আধঘণ্টার মধ্যেই লিড নেয় মিলান। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি দলটি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলের সমতায় ফিরে রোমা। ৩৯তম মিনিটে লিওনার্দো স্পিনাৎসোলার কাছ থেকে বল পেয়ে জালে জড়ান এ ফরোয়ার্ড। এতে করে ১-১ গোলে সমতায় ফেরে দলটি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দল আক্রমণের চেষ্টা করে। ম্যাচের শেষ দিকে ৭৫তম মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় রোমা। ক্রিস স্মলিংয়ের গোলে ২-১ গোলে এগিয়ে গেলে শেষ পর্যন্ত আর কোনো গোল পরিশোধ করতে পারেনি মিলান। এতে করে জয় নিয়ে মাঠ ছাড়ে দিবালারা।

সেরি আয় ৮ ম্যাচে ৫ জয় এক ড্র ও দুই হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রোমা। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইন্টার মিলান।

এ বিভাগের আরো খবর