বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলের নির্বাচনে বলসোনারোকে নেইমারের সমর্থন

  •    
  • ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৫

ভিডিওতে দেখা যায়, নেইমার বলসোনারোর নির্বাচনি প্রার্থিতা নম্বর ২২ নিজের আঙুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন। সাবেক প্রেসিডেন্ট লুইজ লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিন দিন আগে তার এই শোডাউন।

প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সমর্থন জানিয়েছেন দেশটির ফুটবল সুপারস্টার নেইমার। বলসোনারোর নির্বাচনি প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন নেইমার।

ভিডিওতে দেখা যায়, নেইমার বলসোনারোর নির্বাচনি প্রার্থিতা নম্বর ২২ নিজের আঙুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন। সাবেক প্রেসিডেন্ট লুইজ লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিন দিন আগে তার এই শোডাউন।

নেইমারের এই স্বীকৃতি পুনরায় টুইট করতে এক মুহূর্তও সময় নেননি বলসোনারো।

গত রোববার এক জনমত জরিপে বলসোনারোর চেয়ে এগিয়ে ছিলেন লুলা।

গত বুধবার প্রেসিডেন্ট ফুটবলারদের চ্যারিটেবল চিলড্রেন ফাউন্ডেশন পরিদর্শন করে আসার পর বলসোনারোর সমর্থনে এই ভিডিওবার্তা পাঠান নেইমার।

২০১৪ সালে নেইমার জুনিয়রের প্রতিষ্ঠিত অলাভজনক এই ইনস্টিটিউটটি বলসোনারো পরিদর্শন করে আসার পর নিজের ইনস্টাগ্রামে নেইমার লেখেন, ‘হ্যালো প্রেসিডেন্ট বলসোনারো, আপনার দারুণ এই সফরের জন্য আমি আপনাকে ধন্যবাদ জনাচ্ছি।’

ইনস্টিটিউটটিতে তিন হাজার সুবিধাবঞ্চিত শিশুকে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেয়া হয় সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক শিক্ষা।

এ বিভাগের আরো খবর