এক সপ্তাহে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলে প্যারিসে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ক্লাবে ফিরে অনুশীলনে যোগ দেননি। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ ক্রিস্টফ গলতিয়ে জানিয়েছেন, মেসিকে বিশ্রামে রেখেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ইউরোপিয়ান ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ থেকে। পিএসজি মাঠে নামছে রোববার রাতে। নিজ মাঠে নিসের বিপক্ষে খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে পিএসজি। নেইমার-এমবাপেরা অনুশীলনে হাজির থাকলেও দলের আরেক তারকা মেসি অনুপস্থিত ছিলেন।
মেসিভক্তরা প্রিয় তারকাকে দেখতে না পেয়ে কিছুটা শঙ্কায় ছিলেন। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও শুরুর একাদশে ছিলেন ৭ বারের ব্যলন ডরজয়ী। ঠান্ডা-জ্বর আক্রান্ত হওয়ার কারণে ম্যাচের আগের রাতে সেরে ওঠায় তাকে বেঞ্চে রাখেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
জ্যামাইকার বিপক্ষে ম্যাচটির দ্বিতীয়ার্ধে অবশ্য নেমেছিলেন মেসি। জোড়া গোলও করেন তিনি।
তবে গলতিয়ে জানিয়েছেন অসুস্থতা নয়। দীর্ঘ ভ্রমণ শেষে প্যারিসে ফেরায় মেসিকে রিকভারির জন্য ৪৮ ঘণ্টা ছুটি দিয়েছেন তিনি। শনিবার থেকে অনুশীলনে যোগ দেবেন আর্জেন্টিনার ১০ নম্বর।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে গলতিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলে এসেছে মেসি। যে কারণে ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য আমি ওকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি। কাল সে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।’
হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রের মায়ামি ও নিউ জার্সিতে। নেইমার ব্রাজিলের হয়ে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ খেললেও ম্যাচ দুটি খেলেছেন ফ্রান্সের প্যারিস ও ল্য আভতে।