বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির জোড়া গোলে জ্যামাইকার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৯

জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন মেসি। একটি গোল এসেছেন হুলিয়ান আলভারেসে কাছ থেকে।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সঙ্গে গোলের দেখা পান দলের আরেক তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

তাদের ৩ গোলে জ্যামাইকার বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল দলটি। আর ৩ ম্যাচ না হারলেই ইতালির গড়া ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছাড়িয়ে যাবে আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সময়ে বুধবার সকালে এই প্রীতি ম্যাচের জয়ের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল দুবারের আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রেডবিল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন না মেসি। ঠান্ডাজ্বর থেকে সেরে ওঠার পর বেঞ্চে ছিলেন তিনি।

ম্যাচের শুরুতে মেসিবিহীণ আর্জেন্টিনাকে চেপে ধরে জ্যামাইকা। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ১৩ মিনিটে আলভারেসের গোলে লিড নেয় দলটি।

শুরুতে এগিয়ে গেলেও আর কোনো গোলের দেখা পাচ্ছিল না লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ করলেও দারুণভাবে প্রতিরোধ করে জ্যামাইকা।

১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেও দ্রুত ব্যবধান বড় করতে পারেনি আর্জেন্টিনা। ৫৫তম মিনিটে লাউতারো মার্তিনেসের বদলি নামেন লিওনেল মেসি। তার নামার পরই পাল্টে যায় দৃশ্যপট। একের পর এক আক্রমণে যায় আর্জেন্টিনা।

৮৬তম ও ৮৯তম মিনিটে দুটি গোল করেন ৭বারের ব্যলন ডর জয়ী মেসি।

৮৫তম মিনিটে মেসির উঁচু করে বাড়ানো বলে ঠিকমতো শট নিতে পারেননি নিকোলাস তালিয়াফিকো। পরের মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৯তম মিনিটে ফ্রি-কিকে আবার জালে জড়ান আর্জেন্টিনার অধিনায়ক।

হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি। তৃতীয়বারের মতো এক ভক্ত মাঠে ঢুকে যাওয়ায় শেষ পর্যন্ত আর সেই আক্রমণে হ্যাটট্রিকের সফলতা আসেনি মেসির।

দেশের হয়ে আর্জেন্টাইন এ তারকা ফরোয়ার্ডের গোল ৯০টি। আন্তর্জাতিক ফুটবলে মোখতার দাহারিকে পেছনে ফেলে সর্বোচ্চ গোল স্কোরের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবল সর্বোচ্চ স্কোরার ক্রিস্টিয়ানো রোনালডোর চেয়ে ১৭ গোল পিছিয়ে আছেন মেসি। তবে মেসি জাতীয় দলের হয়ে রোনালডোর চেয়ে ৩৩টি ম্যাচ কম খেলেছেন।

আর জ্যামাইকার বিপক্ষে জয়টি ছিল জাতীয় দলের হয়ে মেসির শততম জয়।

এ বিভাগের আরো খবর