আবুধাবি টি-টেন লিগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলের আইকন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আগেই ঘোষণা করেছে বাংলা টাইগার্স। সাকিবের পর এবার দল পাচ্ছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার।
সাকিবের পর বাংলা টাইগার্সে যুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের পেইসার মোস্তাফিজুর রহমানকে শেষ দিকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবি। আরেক পেইসার তাসকিন আহমেদ ডাক পেয়েছেন ডেকান গ্ল্যাডিয়েটরস থেকে।
ড্রাফটে সব মিলিয়ে সাত ক্রিকেটারের নাম থাকলেও, দল পেয়েছেন চারজন। দল না পাওয়া তিনজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
আগামী ২৩ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। শেষ হবে ৪ ডিসেম্বর। টি-টেন লিগের ষষ্ঠ আসরে অংশগ্রহণ করছে আট ফ্র্যাঞ্চাইজি।