এশিয়া কাপের ব্যর্থতার পর দেশে এসে বিশ্বকাপের ক্যাম্প নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে, বৈরী আবহাওয়ায় অনুশীলন ব্যহত হওয়ায় বিসিবি সিদ্ধান্ত নেয় অনুশীলন ক্যাম্প দেশের বাইরে করার। দুবাইয়ে ক্যাম্প করার পাশপাশি আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচিও চূড়ান্ত করে ক্রিকেট বোর্ড।
সে দুই ম্যাচ ও অনুশীলনের জন্য টাইগাররা আছে দুবাইয়ে। কাল দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। খেলা শুরু হচ্ছে রাত ৯টায়।
বিশ্বকাপের আগে এ ধরনের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথের প্রত্যাশা ক্রিকেটীয় সামর্থ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও আরব আমিরাত শক্ত লড়াই করবে সিরিজে।
হেরাথ যোগ করেন, ‘বিশ্বকাপের আগে এ ধরনের প্রস্তুতি খুব কার্যকর। এটা ঠিক দলে সাকিব নেই। কিন্তু অন্য যারা আছে তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। আরব আমিরাতও ভালো খেলছেন। আমার মতে ভালো একটা সিরিজ হতে যাচ্ছে।’
আইসিসির টুর্নামেন্টগুলো সাধারণত অনুষ্ঠিত হয় ড্রপ ইন পিচে আর ম্যাচ হয় ফ্লাড লাইটের আলোতে। বাংলাদেশ দুবাইয়ে একই ধরনের সুবিধায় অনুশীলন করছে। ম্যাচ দুটিও হচ্ছে ফ্লাডলাইট ও ড্রপ ইন পিচে।
এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা যথাযথ অনুশীলন করতে চেয়েছিলাম। যে কারণে এ ক্যাম্পটা গুরুত্বপূর্ণ। এ ধরনের কন্ডিশনে ও কৃত্রিম আলোর নিচে অনুশীলন করাটা আমি নিশ্চিত বিশ্বকাপে খেলোয়াড়দের কাজে লাগবে।’