বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাফজয়ীদের চুরির ক্ষতিপূরণ দিল বাফুফে

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৪

টাকা ও ফোন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের প্রধান মাহফুজা কিরণের পক্ষ থেকে দেয়া হয়।

সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্যদের টাকা চুরির ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার বিকেলে খেলোয়াড়দের হাতে টাকা ও ফোন বুঝিয়ে দেয়া হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ নওমী। খেলোয়াড়দের চুরি যাওয়া অর্থের বেশি তাদেরকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।দুই খেলোয়াড়ের সবমিলিয়ে ১৩০০ ডলার হারিয়েছিল। এর মধ্যে কৃষ্ণার ৯০০ ডলার ও শামসুন্নাহার ও সানজিদার ৪০০ ডলার। সানজিদা তার টাকা দিয়ে ফোন কিনতে চেয়েছিলেন। ফেডারেশন তাদেরকে এর চেয়ে বেশি টাকা দিয়েছে।

নওমী নিউজবাংলাকে বলেন, ‘কৃষ্ণা রানি সরকারকে দেড় লাখ টাকা, শামসুন্নাহার সিনিয়রকে এক লাখ ও সানজিদাকে আইফোন ১৩ প্রো ম্যাক্স দেয়া হয়েছে। টাকা চুরি যাওয়ার বিষয়ে এখনও অনুসন্ধান চলমান রয়েছে।’

নওমী আরও জানান, টাকা ও ফোন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের প্রধান মাহফুজা কিরণের পক্ষ থেকে দেয়া হয়।

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের ইতিহাস গড়ে চ্যাম্পিয়নরা দেশে ফিরেন বুধবার দুপুরে। নারী ফুটবল দলের আগমনে বিমানবন্দরে দেশের মানুষ যখন উচ্ছ্বাসে ব্যস্ত, সেই মুহূর্তে নারী ফুটবলাররা পান দুঃখজনক খবর।

বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের লাগেজ থেকে খোয়া যায় অর্থ। আর সানজিদা হারান মোবাইল ফোন।

বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফেডারেশন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বিষয়টি নিয়ে মতিঝিল ও বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিভাগের আরো খবর