ইউয়েফা নেশনস লিগের ফাইনালে জায়গা করে নেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে হাঙ্গেরি। দারুণ ফর্মে থাকা দলটি জার্মানির বিপক্ষে জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধান।
অন্যদিকে নেশনস লিগে রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারিয়েছে ইতালি।
নেশনস লিগে ৫ ম্যাচে ৩ জয় এবং একটি করে ড্র ও হার নিয়ে ১০ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে হাঙ্গেরি। ৮ ও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ইতালি ও জার্মানি। কোনো ম্যাচ জিততে না পারা ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় শুক্রবার রাতে হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেন এডাম সলোই। বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় হান্সি ফ্লিকের শিষ্যদের।
ঘরের মাঠে এই হারে শিরোপা লড়াইয়ে যাওয়ার আশা শেষ হয়ে গেছে জার্মানির। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে জার্মানি। এবারও গোলটি হজম করতে হয়েছে ম্যাচ শুরুর অল্প সময়ের মধ্যেই।
ম্যাচের ১৭তম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন অ্যাডান সালাই। কর্নার থেকে উড়ে আসা বলকে ঠিকানায় পাঠান তিনি। এতে করে একমাত্র গোলে জয়ে পেয়ে যায় হাঙ্গেরি।
রাতে আরেক ম্যাচে ইতালির কাছে হেরে ইউয়েফা নেশনস লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে ইংল্যান্ড।
খেলার প্রথমার্ধে দুই দলই অগোছালো ফুটবল খেলেছে, তবে দ্বিতীয়ার্ধের খেলার ৬৮তম মিনিটের গোলে ইতালিকে এগিয়ে দেন জাকোমো রাসপাদরি। লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে গোল পান তিনি।
১-০ গোলে পিছিয়ে পড়লে আর আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা পায়নি ইংলিশরা।