বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবন্দরে লাগেজ কেটে সাফজয়ী ৩ ফুটবলারের ডলার চুরি

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভেঙে অর্থ চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সাফজয়ী নারী ফুটবল দলের এক সদস্য।

নেপালে সাফ মিশন শেষ করে বুধবার দুপুরে দেশে ফিরেছে নারী ফুটবল দল। ফেরার পরপরই জয়ী দলের তিন সদস্যের অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভেঙে অর্থ চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নারী ফুটবল দলের এক সদস্য।

তিনি জানান, কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদার লাগেজ থেকে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ডলার চুরি হয়েছে।

ওই ফুটবলার বলেন, ‘ডলার ছিল সব। লাগেজ বের করার পর আমরা দেখেছি তালা ভাঙা।’

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তাদের কাউকে মোবাইলে পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ এখনও পাইনি।’

তিনি বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পর ফুটবলারদের লাগেজ অন্য গাড়িতে ছিল। আর সেটা ছিল বাফুফের তত্ত্বাবধানে।’

এদিকে নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা খোয়া যাওয়া নিয়ে দুপুর ১টায় বলাকায় ব্রিফিং করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এ বিভাগের আরো খবর