বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমিরাতের বিপক্ষে দলে নেই সাকিব-মাহেদী, অধিনায়ক সোহান

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৯

সাকিবের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান। এ ছাড়া দলে নেই তরুণ অলরাউন্ডার শেখ মাহেদী। তিনি পারিবারিক কারণে ছুটি নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দলের প্রস্তুতি সম্পন্ন করতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের জন্য বুধবার বিকেলে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচের সিরিজ থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি বিসিবির কাছ থেকে। সাকিবের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান।

এ ছাড়া দলে নেই তরুণ অলরাউন্ডার শেখ মাহেদী। তিনি পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। আর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন রিশাদ হোসেন।

বিশ্বকাপ স্কোয়াডের বাকি সবাইকে রাখা হয়েছে দলে। স্ট্যান্ডবাই চারজনও যাচ্ছেন আমিরাতে।

২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাগুলো শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

এ বিভাগের আরো খবর