ছাদখোলা বাসের শোভাযাত্রায় থাকার সময়ে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। আঘাত গুরুতর না হলেও তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জাতীয় নারী দলের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।
ছোটন জানিয়েছেন, গাছের সঙ্গে লেগে মাথায় ব্যথা পেয়েছেন ঋতুপর্ণা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেলাই লেগেছে কি না এ বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি।
ঋতুপর্ণার আঘাত গুরুতর না হওয়ার তাকে সেলাই দিয়ে আলাদা অ্যাম্বুলেন্সে করে বাফুফেতে পাঠানো হয়। দলের আগে বাফুফেতে পৌঁছেছেন ঋতুপর্ণা।
বুধবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরে আসে জাতীয় দল। সাফজয়ীদের সম্মানে বিমানবন্দরেই অভ্যর্থনার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে। সেখানে কেক কেটে ও ফুল দিয়ে ফুটবলারদের বরণ করে নেয়া হয়।
এরপর বিশেষ ছাদখোলা বাসে করে দলকে নিয়ে আসা হয় বাফুফে ভবনে। সেখানেই আঘাত পান ঋতুপর্ণা।