১৭ বছর পর পাকিস্তানের মাটিতে নেমে জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া ১৫৮ রানের টার্গেট ৪ বল অক্ষত রেখে টপকে যায় মঈন আলীর দল।
করাচি জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মঈন। ব্যাট হাতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দারুণ শুরু করেন। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৮৫ রান তোলে পাকিস্তান।
উদ্বোধনী জুটি ভেঙে বাবর আজম আউট হলে চাপে পরে স্বাগতিকরা। ৩ চারে ২৪ বলে ৩১ রান করে আউট হন বাবর। বড় রানের লক্ষ্যে ৩ নম্বরে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি হায়দার আলী। ১৩ বলে ১১ রান করে আউট হন তিনি।
রিজওয়ান ছাড়া আর কেউ বড় স্কোর করতে না পারলে ৭ উইকেটে ১৫৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি পাকিস্তান। রিজওয়ান ৪৬ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান।
বাকিদের মধ্যে শান মাসুদের ব্যাট থেকে আসে ৭ বলে ৭ রান। মোহাম্মদ নাওয়াজ করেন ৫ বলে ৪ রান। যা দলের চাহিদা মেটাতে পারেননি. তবে শেষ মুহূর্তে ঝোড়ো ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। তিনি শেষ ওভারে ১৭ বলে ২৮ করে আউট হন তিনি।
ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন বাঁহাতি এই অভিষিক্ত পেইসার। এ ছাড়া আদিল রাশিদ দুইটি ও একটি করে উইকেট নেন মঈন ও স্যাম কুরান।
১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। ফিল সল্ট ও দাভিদ মালান দ্রুত ফিরে যান, তবে ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রান করে হেলস যখন আউট হন তখন ২০ বলে ১৭ রান দরকার সফরকারীদের।
হ্যারি ব্রুকস ২৫ বলে ৪২ রানের ঝড়ো অপরাজিত ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। মাঝে বেন ডাকেটের ব্যাট থেকে আসে ১৭ বলে ২১ রান। ডেভিড মালান করেন ১৫ বলে ২০ রান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে রাত সাড়ে ৮টায় স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।