বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেটে অন্তর্ভুক্ত হলো নতুন কয়েকটি নিয়ম

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫৬

মঙ্গলবার এক বিবৃতিতে পরিবর্তনের কথা জানিয়েছে আইসিসি। এ বছরের ১ অক্টোবর থেকে পরিবর্তন হওয়া নতুন নিয়মগুলো কার্যকর হবে। 

ভারতের সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন করেছে আইসিসি প্রধান নির্বাহীদের কমিটি (সিইসি)। তাদের অনুমোদনের পর প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে পরিবর্তনের কথা জানিয়েছে আইসিসি। এ বছরের ১ অক্টোবর থেকে পরিবর্তন হওয়া নতুন নিয়মগুলো কার্যকর হবে।

যে নিয়মগুলো বদলানো হয়েছে সেগুলো হলো:

ক্যাচ আউটে নতুন ব্যাটারের অবস্থান: নতুন নিয়মে কোনো ব্যাটার ক্যাচ আউট হলে, ক্রিজে আসা নতুন ব্যাটার স্ট্রাইকে খেলবেন। এতদিন নিয়ম ছিল, ব্যাটার ক্যাচ আউট হলে ক্রিজে থাকা দুই ব্যাটার যদি নিজেদের ক্রস করে ফেলেন, তা হলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে থাকেন। নতুন নিয়মে এটি আর থাকছে না।বলে লালার ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা: করোনাভাইরাস শুরুর পর থেকে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। গত দুইবছর ধরে চলা সেই নিষেধাজ্ঞা বজায় রেখেছে তারা। আগের নিয়মে বলে লালা লাগালে প্রথমবার দলকে সতর্ক করা হতো। দ্বিতীয়বার করলে দেওয়া হতো শাস্তি।নতুন ব্যাটারের ব্যাটিং শুরুর সময়: টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে প্রথম বল খেলতে হবে। বর্তমান নিয়মে ওয়ানডে ও টেস্টে ব্যাটাররা ৩ মিনিট সময় পান। আর টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডই থাকছে।পিচে খেলতে হবে ব্যাটার ও বোলারকে: যেকোনো ডেলিভারি খেলার জন্য ব্যাটারের ব্যাট বা শরীরের যে কোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে। না থাকলে ডেড বল হিসেবে গণ্য হবে। আবার বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটারকে পিচের বাইরে নিয়ে যায়, তবে সেটি নো বল ডাকা হবে।বোলিং শুরুর পর ফিল্ডিং পরিবর্তন করা যাবে না: বোলার বোলিংয়ের জন্য দৌঁড় শুরু করার পর ফিল্ডিং দল নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। নতুন নিয়মে এটি করলে ব্যাটিং দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেয়া হবে। পাশাপাশি ঐ ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।নন-স্ট্রাইকারকে মানকাডিং আউটের বৈধতা: এতোদিন ধরে মানকাডিং আউটকে ক্রিকেটে নৈতিকতা পরিপন্থী বিবেচনা করা হতো। নতুন নিয়মে মানকাডিং রান আউট হিসেবে গণ্য হবে।বল ডেলিভারির আগেই স্ট্রাইকারকে রান আউটের চেষ্টা বাতিল: এতদিন কোনো বোলার বোলিং করার আগে যদি দেখেন, ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়েছেন তখন থ্রো করে স্ট্রাইকের ব্যাটারকে রান আউটের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে এটি করা যাবে না।অন্যান্য বড় সিদ্ধান্ত: এ বছরের জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের কারনে ম্যাচের মধ্যে পেনাল্টি দেয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হয় ফিল্ডিং দলকে। চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষে ওয়ানডে ক্রিকেটেও এটি কার্যকর করা হবে।

এ বিভাগের আরো খবর