সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের ঐতিহাসিক সাফল্য অর্জন করার পর একদিন বিশ্রামে আছে বাংলাদেশ দল। সোমবার ফাইনালের পর মঙ্গলবার বিশ্রামের নিজেদের মতো সময় কাটিয়েছেন সাবিনা-স্বপ্নারা। এদিন সন্ধ্যায় ফুটবল দলের জন্য কাঠমান্ডুতে ছিল বিশেষ আয়োজন।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর বাসভবনে পুরো স্কোয়াডের বিশেষ আমন্ত্রণ ছিল সন্ধ্যায়। রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা নৈশভোজে অংশগ্রহণ করেন।
নৈশভোজের পরে সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন নোমান চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় সবাইকে অভিনন্দন জানান। নৈশভোজে তিনি ও তার পরিবারের সদস্য ছাড়াও বাংলাদেশ হাই কমিশনে কর্মরত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাফের শিরোপাজয়ী স্কোয়াড বুধবার দুপুর দেড়টায় বাংলাদেশে পৌঁছাবে। বিমানবন্দরে দলকে অভ্যর্থনা দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।সেখানে সংবাদ সম্মেলনের পর দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে।
যে পথ ধরে চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি যাবে সেটি হচ্ছে বিমানবন্দর-কাকলী-জাহাঙ্গীর গেট- পিএম অফিস-বিজয় সরণি- ফকিরাপুল হয়ে বাফুফে ভবন।