বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে তামিম

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩৭

তামিমের এই টুর্নামেন্টে ডাক পাওয়া এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো টি-টেনে খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। সে আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন তিনি।

আবুধাবির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তামিমের এই টুর্নামেন্টে ডাক পাওয়া এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো টি-টেনে খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। সে আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন তিনি।

তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডাওয়িড মালান, নাজিবউল্লাহ জাদরান, রেজা হেন্ড্রিক্স এবং জেমস ভিন্সের।

এখন পর্যন্ত আসন্ন আসরের জন্য একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টেনে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।

২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চলতি আসরের প্লেয়ার্স ড্রাফট। আর টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর। ৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসরের।

এ বিভাগের আরো খবর