বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোচ ছোটনের প্রশংসায় অধিনায়ক সাবিনা

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৩

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এটি ছিল টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২টি গোল করেছেন বাংলাদেশি এই স্ট্রাইকার।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ক্রমেই ধারাবাহিক হয়ে উঠছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক জয়ে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ দল।

টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক স্ট্রাইকার সাবিনা খাতুন সর্বাধিক গোলদাতার আসনটিও দখল করে রেখেছেন।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এটি ছিল টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২টি গোল করেছেন এই স্ট্রাইকার।

সাবিনার মতে দলের এমন অসাধারণ সফলতার নেপথ্যে রয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন।

এমন দুর্দান্ত পারফরমেন্সে প্রতিনিয়তই প্রশংসায় ভাসছেন সাবিনা। নিজের এমন অসাধারণ পারফরমেন্স নিয়ে সাবিনা বলেন, ‘সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আরও ভালো দেয়ার চেষ্টা করব ফাইনালে। স্যারের সঙ্গে (ছোটন) আমাদের পরিকল্পনাটা হয় দুর্দান্ত। তিনি যেভাবে পরিকল্পনা করেন, সেভাবে খেলার চেষ্টা করেছি।’

নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জয়ের পর ম্যাচ সেরা এই ফুটবলার বলেন, ‘বড় ব্যবধানে ম্যাচ জয় করতে পেরে ভালো লাগছে।’

বাংলাদেশ জাতীয় দলের এই অধিনায়ক বলেন, ‘স্যার সব সময় আমাদের সঙ্গেই থাকেন। আসলে তিনিই আমাদের বড় প্রাপ্তি। আমরা জানি পরিশ্রমের ফসল সবাই পায়। অবশ্যই এটা স্যারের কৃতিত্ব। স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই মেয়েরা এত উজ্জীবিত।’

ব্যক্তিগত প্রসঙ্গে সাবিনা বলেন, ‘আমি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার চেস্টা করব। ভুটান গোল হজম করলেও দারুন খেলেছে। বাংলাদেশের মহিলা ফুটবলও যে উন্নতি করেছে তার চিত্রটা আপনারাই দেখছেন।’

আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিভাগের আরো খবর