টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু অভিজ্ঞ এ ব্যাটার জানিয়েছেন এখনই অবসর গ্রহণের ইচ্ছা তার নেই।
বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেটসাইট ক্রিকবাজ। তারা এক প্রতিবেদনে জানিয়েছে আরও অন্তত দুই বছর খেলতে চান মাহমুদউল্লাহ।
বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘মাহমুদউল্লাহ অবসর নিতে রাজি হননি। জোর দিয়ে বলেছেন যে, তিনি আরও দুই বছর খেলা চালিয়ে যেতে চান। জাতীয় দলে ফিরে আসতে তিনি লড়াই করতে রাজি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে মাহমুদুল্লাহকে মাঠ থেকে অবসরের সুযোগ দেয়া হয়েছিল। বোর্ডের পরিকল্পনায় ছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে তিনি অবসর নেবেন।
তবে বিসিবির এ পরিকল্পনায় রাজি হননি মাহমুদউল্লাহ। বিশ্বকাপের পরও জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরার স্বপ্ন আছে তার।
৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহ গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় এখন টাইগারদের হয়ে তাকে শুধু ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে।
বুধবার বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহর।
বোর্ডের ভাষ্যমতে লম্বা সময়ের জন্য নেয়া পরিকল্পনার কারণে বাদ পড়েছেন রিয়াদ। বোর্ড সভাপতি মঙ্গলবার জানিয়েছিলেন ২০২৪ বিশ্বকাপকে লক্ষ্য রেখে দল সাজানো হচ্ছে।তার ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ এ তারকা।